Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৬

ডঃ এম. এ. বাকী

ডঃ এম. এ. বাকী ১৯৫০ সালের ৩০ জানুয়ারী দিনাজপুর জেলা জন্মগ্রহন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে (১৯৬৮-১৯৭৩) সালে বিএসসি (ইঞ্জিনিয়ার) ডিগ্রি লাভ করেন। এবং তিনি ১৯৮১ সালে এমএসসি (ইঞ্জিনিয়ার) ডিগ্রী লাভ করেন। তিনি ফিলিপাইনে অনুষ্ঠিত ২০/১০/১৯৮৭ থেকে ১৯/১০/১৯৯০ পর্যন্ত ‘‘কৃষি প্রকৌশল (সেচ) বিষয়ে  পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি ফিলিপাইনে অনুষ্ঠিত ৩১/০৫/১৯৯১ থেকে ০৪/০৬/১৯৯১ পর্যন্ত ওয়ার্কশপ গ্রহণ করেন। এছাড়া তিনি দেশে/বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহন করেন। তিনি ১০/০৪/১৯৭৬ তারিখে ব্রি’তে যোগদান করেন। ২০০৩ সালে তিনি যুক্তরাজ্যে অনুষ্ঠিত “Research on Benefits of Improved Rich Husk Combustion Efficiency শীর্ষক গবেষণা কাজে “Post Doctoral” ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ০৮/০১/২০০৬ থেকে ২৮/০১/২০০৭ পর্যন্ত ব্রি’র মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন। ব্রি’র চাকুরি হতে তিনি ২৯/০১/২০০৮ তারিখে অবসর গ্রহন করেন।