Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০১৬

ড. মোঃ সাইদুল ইসলাম

ড. মোঃ সাইদুল ইসলাম ১২ এপ্রিল, ১৯৫৬ সালে কুষ্টিয়া জেলার কান্দারপদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে BSc (Ag), Agricultural Engineering ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে Cranfield  University, U.K. থেকে এমএস ডিগ্রী অর্জন করেন। তিনি University Putra Malaysia  থেকে Agricultural Machinery Engineering বিষয়ে ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে/বিদেশে প্রশিক্ষণ, ওয়ার্কশপ/সেমিনারে অংশ গ্রহণ করেন। তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ০৫/১০/১৯৮১ সালে ব্রি’তে যোগদান করেন। পরবর্তীতে তিনি ব্রি’র পরিচালক (প্রশাসন) পদে ০৮/১১/২০১০ থেকে  ৩১/১২/২০১১ পর্যন্ত পরিচালক (প্রশাসন) হিসাবে চলতি দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ব্রি’র মহাপরিচালক পদে ০১/০১/২০১২ থেকে  ১১/০৪/২০১৫ পর্যন্ত মহাপরিচালক হিসাবে চলতি দায়িত্ব পালন করেন। তিনি ব্রি’র চাকুরি থেকে ১১/০৪/২০১৬ তারিখে অবসর গ্রহণ করেন।