Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৬

মরহুম ডঃ এস. বি. সিদ্দিক

মরহুম ডঃ এস. বি. সিদ্দিক ১৯৪৫ সালের ১লা সেপ্টেম্বর চিটাগাং জেলায় জন্মগ্রহন করেন। তিনি ঢাকা কৃষি কলেজ থেকে ১৯৬৬ সালে বি.এ.জি দ্বিতীয় শ্রেণী লাভ করেন। এবং (১৯৬৬-১৯৬৮) সালে এম.এস.সি (এগ্রোনমি) তে দ্বিতীয় শ্রেণী লাভ করেন। তিনি যুক্তরাষ্টের কর্নেল বিশ্ববিদ্যালয়ে এগ্রোনমি বিষয়ে  ২৭/০৮/১৯৮৪ থেকে ২৭/০৮/১৯৮৬ ইং পর্যন্ত পিএইচডি কোর্স করেন। এবং ২৭/০৮/ ১৯৮২ সালের এমএস ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে দেশে/বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহন করেন। তিনি ০১/১১/১৯৭০ তারিখে ব্রি’তে যোগদান করেন। তিনি ০২/১২/৯৭ থেকে ০৩/১২/১৯৯৭ এবং ০৫/১২/২০০১ থেকে ২৮/০৮/২০০২ পর্যন্ত ব্রি’র মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন। তিনি ব্রি’র চাকুরি থেকে ০১/০৯/২০০৩ তারিখে অবসর গ্রহন করেন।