Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ অক্টোবর ২০১৪

ড. মোঃ আব্দুল আজিজ মিয়া

ড. মোঃ আব্দুল আজিজ মিয়া, ২৫ জানুয়ারী ১৯৩৯ সালে কুমিল্লা জেলার ফরদাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ইস্ট পাকিস্তান কৃষি ইনস্টিটিউট থেকে বিএসসি (অনার্স) এবং ইস্ট পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ০১/১০/১৯৭০ তারিখে এসিস্টেন্ট ইকোনমিষ্ট হিসাবে ব্রি’তে যোগদান করেছেন। তিনি ১৯৬৯ সালে আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রোনোমিতে এমএস ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে দেশে/বিদেশে প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২৬/১০/১৯৮৫ তারিখ উদ্ভিদ প্রজনন (বায়োজেনেটিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পান এবং দীর্ঘদিন উক্ত বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি ২৪/০১/১৯৯৬ থেকে ২৩/০১/১৯৯৭ তারিখ পর্যন্ত অবসর উত্তর ছুটি ভোগ শেষে ২৪/০১/১৯৯৭ তারিখ ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহন করেছেন।