Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০২০

কৃষি অর্থনীতি বিভাগের ম্যান্ডেট

১। কৃষিতে বিশেষ করে ধান চাষের সাথে জড়িত  কৃষক, শ্রমিকসহ সংশ্লিষ্ট অন্যান্যদের আর্থ-সামাজিক (Socio-economic) অবস্থা বিশ্লেষণ। 

২। ধান উৎপাদনের আয়-ব্যয় বিশ্লেষণের মাধ্যমে লাভজনকতা (Profitability) নির্ধারণ। 
৩। বাংলাদেশের বিভিন্ন এগ্রোইকোলজিক্যাল জোনে ব্রি উদ্ভাবিত ধানের জাত ও ধান সম্পর্কিত অন্যান্য প্রযুক্তির মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা (Adoption)  যাচাই। 
৪।  ধান ভিত্তিক বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতার (Impact study)  প্রভাব মূল্যায়ণ।
৫। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণ ও অভিযোজন কৌশল।
৬। ধান এবং চালের বাজার কাঠামো, বাজারজাতকরণ (Marketing) বিশ্লেষণ ও মূল্য নির্ধারণে (Procurement Price) সরকারি নীতিমালা গ্রহণে সহযোগিতা করা।

৭। ধান ও এর উপজাতসমূহের ভ্যালু চেইন বিশ্লেষণ।

৮। পরীক্ষামূলক ও আচরণগত অর্থনীতি এবং জেন্ডার বিশ্লেষণ।
৯। টেকসই শস্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার গৃহীত (কৃষি ও ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, ভর্তূকি, উপকরণ সহায়তা ইত্যাদি) নীতিমালার কার্যকারিতা (Effectiveness) যাচাই করণ ও সুপারিশ প্রদান।
১০। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, টেকসই উৎপাদনশীলতা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণে সহযোগিতা করা।

১১। মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার যাচিত তথ্য উপাত্তের যোগান দেয়া।