Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৬

ড. জীবন কৃষ্ণ বিশ্বাস

দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. জীবন কৃষ্ণ বিশ্বাস ২৯ ডিসেম্বর ২০১৩ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এর মহাপরিচালকের পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এ পদে যোগদানের আগে তিনি ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা), পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) এবং উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তিনি এ ইনস্টিটিউটে ১৯৮৩ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ৩০ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। অধিকন্তু তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার নিয়মিত কলামিস্ট হিসেবে সুপরিচিত।

 

তিনি ১৯৫৭ সালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আঁধারকোটা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রায় তিন দশকের বেশি সময়ে গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ড. বিশ্বাস ফিলিপাইন, জাপান, হংকং, থাইল্যান্ড, রুয়ান্ডা, ভিয়েতনাম ও জার্মানিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ইতোপূর্বে তিনি জাপানের মর্যাদা সম্পন্ন JSPS, IRRI ও SEARCA ফেলো হিসেবে কাজ করেছেন। 

 

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে অনার্সসহ বিএসসি এজি এবং ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এজি ডিগ্রি লাভ করেন।ফিলিপাইনে অবস্থিত সেন্ট্রাল লুজন স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি ১৯৯৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি এদেশে এনএআরএস-এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠান সমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী। তার রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে 'ধান গবেষণা, শত বর্ষের কিছু কথা', 'কৃষি এবং বিবিধ ভাবনা' Cold stress tolerance in rice plant ইত্যাদি। দেশে-বিদেশের বিভিন্ন খ্যতনামা জার্নালে তার ৫০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

 

তিনি দৈনিক সংবাদ, Daily Sun, The Independent ও কালের কণ্ঠসহ বিভিন্ন দৈনিকে নিয়মিত প্রবন্ধ ও কলাম লিখে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

 

তিনি ব্রি’র মহাপরিচালক পদে ২৯/১২/২০১৩ থেকে  ৩০/০৬/২০১৬ পর্যন্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রি’র চাকুরি থেকে ০১/০৭/২০১৬ তারিখে অবসর গ্রহণ করেন।