Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৪

জীব প্রযুক্তি বিভাগের সাফল্য

১। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জীব প্রযুক্তি বিভাগের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ৬টি উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন।
    তম্মধ্যেঃ  ১) ৪টি জাত বোরো মওসুমের জন্য। ২) ১ টি জাত রোপা আমন মওসুম উপযোগী
 
i) ব্রি ধান8৬ বোরো মওসুমের একটি স্বল্পমেয়াদী, উচ্চফলনশীল, ঢলেপড়া প্রতিরোধী এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ (10.1%) ধানের জাত। ব্রি ধান৮৬ সর্বপ্রথম একটি জাত যা এন্থ্যার কালচার পদ্ধতিতে উদ্ভাবন করা হয়েছে।  এ জাতটি প্রতি হেক্টর গড়ে ৬.৫ টন ফলন দেয়। এ জাতের জীবন কাল ১৪০-১৪৫দিন। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা 95 সেঃ মিঃ। ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ২2.8 গ্রাম। এ ধানের অ্যামাইলোজের পরিমাণ ২5.০%। এ জাতটি সুগন্ধ ব্যতীত প্রিমিয়াম কোয়ালিটি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। চালের আকার ও আকৃতি  লম্বা ও চিকন থাকায় বিদেশে রপ্তানীযোগ্য। এছাড়া চালের আকৃতি জিরার ধানের মতো বিধায় জাতটি দেশীয় বাজারে জিরা ধানের বিকল্প হিসাবে গ্রহণ যোগ্যতা পাবে। এ জাতটি সারা দেশের জন্য চাযাবাদের উপযোগী তবে দেশের উত্তর অঞ্চলে ফলন বেশী ভাল হয়।
 
ii) ব্রি ধান৮৭ রোপা আমন মওসুমের উচ্চফলনশীল একটি ধানের জাত। এ জাতটি প্রতি হেক্টর গড়ে ৬.৫ টন ফলন দেয়। এ জাতের গড়ে জীবন কাল ১২৭দিন যা বিআর১১ এর চেয়ে ১৭ দিন এবং ব্রি ধান৪৯ এর চেয়ে ৭দিন আগাম।। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১২২ সেঃ মিঃ। ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪.১ গ্রাম। এ ধানের অ্যামাইলোজের পরিমাণ ২৭.০%। এ জাতটি সারা দেশের জন্য চাযাবাদের উপযোগী।
 
iii)  ব্রি ধান89 বোরো মওসুমের একটি দীর্মেয়াদী, উচ্চফলনশীল এবং ঢলেপড়া প্রতিরোধী ধানের জাত যা ব্রি ধান২৯ এর পরিপূরক। এ জাতটি হেক্টরে গড়ে ৮.০ টন পর্যন্ত ফলন দেয়। এ জাতের জীবন কাল ১৫৪-১৫৮ দিন। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০৬ সেঃ মিঃ। ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪.৪ গ্রাম। এ ধানের অ্যামাইলোজের পরিমাণ ২৮.৫%। এ জাতটি সারা দেশের জন্য চাযাবাদের উপযোগী।
 
iv)   ব্রি ধান৯২ বোরো মওসুমের একটি দীর্মেয়াদী, উচ্চফলনশীল, ঢলেপড়া প্রতিরোধী এবংপানি সাশ্রয়ী ধানের জাত। এ জাতটি প্রতি হেক্টর গড়ে ৮.5 টন ফলন দেয়। এ জাতের জীবন কাল ১৫৮-১৬০দিন। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০7 সেঃমিঃ। দানা লম্বা ও চিকন। ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ২৩.৪ গ্রাম। এ ধানের অ্যামাইলোজের পরিমাণ ২৬%।এ জাতটি ব্রি ধান২৯ এর চেয়ে 1 টন বেশী ফলন দেয়। এটা  ব্রি ধান২৯ এর একটা বিকল্প ভাল জাত। এ জাতটি সারা দেশের জন্য চাযাবাদের উপযোগী। তবে এটি একটি পানি সাশ্রয়ী জাত যা চাষে তুলনামুলক কম পানিতে ব্রি ধান২৯ এর মত ফলন দিতে সক্ষম। তাই এই জাতটি দেশের খরা প্রবণ এলাকায় চাষাবাদের জন্য বেশী উপযোগী।
 
v) ব্রি ধান৯৬ বোরো মওসুমের একটি স্বল্পমেয়াদী, উচ্চফলনশীল, ঢলেপড়া প্রতিরোধী এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ (10.8%) ধানের জাত। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ৮৭ সেঃমিঃ। এ জাতটি প্রতি হেক্টর গড়ে 7 টন ফলন দেয়। এ জাতের জীবন কাল ১৪০-১৪৫দিন।চাল ও ভাতের অনুপাত ১.৬। ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ১৮.৪গ্রাম। এ ধানের অ্যামাইলোজের পরিমাণ২৮%। এই জাতটি ধানের রংস্বর্ণা জাতের ন্যায় সোনালী বর্ণের। এ জাতটি ব্রি ধান২৮ এর পরিপূরক ধানের জাত । এই জাতটি সারা দেশের জন্য চাযাবাদের উপযোগী।
 
2। জিন পিরামিডিং এর মাধ্যমে ব্রি ধান২৯ এবং ব্রি ধান২৮ এর মধ্যে ব্যাক্টেরিয়াল ব্লাইট রোগ সহিষ্ণু জিন প্রবেশ করে ব্যাক্টেরিয়াল ব্লাইট রোগ সহিষ্ণু ৫টি কৌলিক সারি উদ্ভাবন করা হয়েছে।
 
3। মার্কার এসিস্টেড সিলেকশন (MAS) পদ্ধতির মাধ্যমে ব্রি ধান৪৪ এর মধ্যে জলমগ্নতা সহিষ্ণু Sub1 QTL ঢুকিয়ে কিছু হোমোজাইগাস জলমগ্নতা সহিষ্ণু অগ্রগামী কৌলিক সারি তৈরী করা হয়েছে। বর্তমানে এই সারিগুলি উদ্ভিদ প্রজনন বিভাগ কর্তৃক মাঠে বিভিন্ন পর্যায়ে ফলন পরীক্ষা করা হচ্ছে।
 
4। লবনাক্ততা সহিষ্ণু GlyI এবং GlyII জিন ব্রি ধান২৯ এর মধ্যে প্রবেশ করিয়ে লবনাক্ততা সহিষ্ণু ব্রি ধান২৯ এর কিছু  ট্রান্সজেনিক কৌলিক সারি উদ্ভাবন করা হয়েছে।
 
5। ব্রি উদ্ভাবিত ৫০টি ধানের জাতের ডিএনএ ফিংগার প্রিন্টিং সম্পন্ন করা হয়েছে এবং এই তথ্যগুলো একটি পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে।
 
6।  বৈচিত্রতা বিশ্লেষণ ও জাত রক্ষা করার জন্য SSR মার্কার ব্যবহার করে ১২৭টি স্থানীয় আউশ ধানের জাতের ডিএনএ ফিংগার প্রিন্টিং করা হয়েছে।

7।  অত্র বিভাগের বিজ্ঞানীগণ দক্ষ জনসম্পদ তৈরির অংশ হিসেবে মাস্টার্স ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
8।  অত্র বিভাগ কর্তৃক বৈজ্ঞানিক গবেষণাপত্র, বার্ষিক প্রতিবেদন, গবেষণা পুস্তিকা, অবমুক্ত জাতসমূহের লিফলেট প্রকাশ করা হয়েছে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon