Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০২১

হাইব্রিড রাইস বিভাগের চলমান গবেষণা কার্যক্রম

  • সম্ভাবনাময় আগাম জাত সমূহ এফ১ (F1) বীজ উৎপাদনের কলাকৌশল উদ্ভাবন।
  • সম্ভাবনাময় হাইব্রিড ধান জাতের মাতৃ সারি (CMS lines) সমূহের বীজ বর্ধনের ক্ষেত্রে সারির অনুপাত এবং জিবারেলিক এসিড (GA3) প্রয়োগের মাত্রা নির্ধারণ।
  • পিতৃ সারি ও মাতৃ সারি সংকরায়নের মাধ্যমে পিতৃ- মাতৃ সারির কৌলিক বৈশিষ্ট্যের উন্নয়ন সাধন।
  • উর্বরতা সংরক্ষক সারি (Maintainer or B line) ও উর্বরতা সংরক্ষক সারির (Maintainer or B line) সংকরায়নের মাধ্যমে উর্বরতা  সংরক্ষক সারির কৌলিক বৈশিষ্ট্যের উন্নয়ন সাধন।
  • ব্রি উদ্ভাবিত স্থানীয় এবং অগ্রগামী সারি সমূহের সাইটোপ্লাজমিক (Cytoplasmic diversity) বিভিন্নতা পরীক্ষাকরণ।
  • আউট ক্রসিং (out crossing) হারের উপর ভিত্তি করে উৎকৃষ্ট মাতৃসারি, উর্বরতা সংরক্ষক সারি ও পিতৃ সারি সমূহের ফুলের বৈশিষ্ট্যায়ন (Floral biology) পরীক্ষা করা।
  • স্থানীয় ও ব্রি উদ্ভাবিত অগ্রগামী সারি সমূহের মধ্যে ব্যাকটেরিয়াল ব্লাইট (BLB) প্রতিরোধী সারি বাছাইকরণ (Screening)।
  • ব্রি উদ্ভাবিত অগ্রগামী সারি সমূহ হতে পরীক্ষণ সংকরায়ন (Test crossing) এর মাধ্যমে উর্বরতা সংরক্ষক সারি ও পিতৃ সারি বাছাইকরণ।
  • পশ্চাৎ সংকরায়ণ পদ্ধতি (Back cross breeding methods) এর মাধ্যমে নতুন উর্বরতা সংরক্ষক সারি থেকে নতুন মাতৃ সারিতে রুপান্তর।
  • কৃত্রিম অনুজীব সংক্রমন (Inoculation of pathogens) এর মাধ্যমে রোগ প্রতিরোধী পিতৃ-মাতৃ সারি সনাক্তকরণ।
  • ব্রি উদ্ভাবিত পিতৃ-মাতৃ সারি (parental lines) সমূহের দানার পুষ্টি গুনাগুন নির্ধারন।
  • ব্রি অবমুক্ত হাইব্রিড ধানের জাত সমূহের সুস্থিতি (stability) নির্ধারণ।
  • নিউক্লিয়াস বীজ উৎপাদন পদ্ধতির মাধ্যমে ব্রি অবমুক্ত হাইব্রিড ধানের জাত সমূহের পিতৃ-মাতৃ সারি (parental lines) সমূহের বিশুদ্ধকরণ।
  • সম্ভাবনাময় আগাম জাত সমূহের জীবনকালের বিভিন্নতা (growth duration) এবং পাতার সংখ্যা গণনা পদ্ধতির (leaf number counting method) মাধ্যমে পিতৃ-মাতৃ সারির (parental lines) জীবনকাল নির্ধারন।
  • সি এম এস ম্যাইনটেন্যন্স এন্ড ইভালুয়েশন (CMS maintenance and evaluation nursery) নার্সারীতে হ্যান্ড ক্রসিং (hand crossing) এর মাধ্যমে মাতৃসারির কৌলিক বিশুদ্ধতা রক্ষা করা।
  • পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য সম্ভাবনাময় মাতৃ সারি এবং হাইব্রিড জাত (hybrid combinations) সমূহের ক্ষুদ্র পরিসরে মাতৃসারি এবং F1হাইব্রিড ধান বীজ উৎপাদন।
  • প্রচলিত এবং মলিকুলার পদ্ধতির মাধ্যমে ব্রি উদ্ভাবিত প্যারেন্টাল লাইন সমূহের কৌলিক বিভিন্নতা ও বিশুদ্ধতা পরীক্ষা করা।
  • সম্ভাবনাময় হাইব্রিড জাত সমূহের কম্বাইনিং অ্যাবিলিটি (combining ability) নির্ধারণের মাধ্যমে পিতৃ ও মাতৃ সারির কম্বাইনিং অ্যাবিলিটির ধরণ নির্ধারন করা।
  • পিতৃ ও মাতৃ সারির হাত সংকরায়ণ (hand crossing) এর মাধ্যমে নমুনা পরীক্ষণ হাইব্রিড ধান (Experimental hybrid) উৎপাদন।
  • প্রাথমিক ফলন পরীক্ষা (PYT), মাল্টিলোকেশন ট্রায়াল (MLT) এবং অগ্রগামী সারির উপযোগিতা পরীক্ষা (ALART) এর মাধ্যমে সম্ভাবনাময় হাইব্রিড জাত সমূহ হতে উপযুক্ত জাত বাছাইকরণ।
  • ব্যক্তিগত ও কৃষক পর্যায়ে কার্যকরী হাইব্রিড ধান (F1) বীজ উৎপাদনের কলাকৌশল উদ্ভাবন ও উৎপাদিত বীজের বিপনন ব্যবস্থায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র তৈরী করা।
  • কৃষকের নিকট উদ্ভাবিত ধানের জাত ও প্রযুক্তির সম্প্রসারণ।
  • কৃষি বিষয়ে ই-তথ্য সেবা প্রদানে সহায়তা।
  • উদ্ভাবিত হাইব্রিড ধানের জাত ও প্রযুক্তি চাষি পর্যায়ে পৌঁছানোর জন্য প্রকাশনা সম্পাদন করা।
  • আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানের সাথে গবেষণা সংযোগ স্থাপন।
  • বৈরী পরিবেশে (লবণাক্ততা, খরা, জলমগ্নতা, তাপসহিষ্ণু জাত ইত্যাদি) অভিযোজন সক্ষমজাত ও প্রযুক্তিসহ বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাতের প্যারেন্টাল লাইন উদ্ভাবন।
  • কৃষকের নিকট উদ্ভাবিত জাত এবং প্রযুক্তির সম্প্রসারন।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon